কথাসাহিত্যিক রিজিয়া রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতি এম আবদুল হামিদ একুশে পদক বিজয়ী বিশিষ্ট কথাসাহিত্যিক রিজিয়া রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি আজ এক শোক বার্তায় রিজিয়ার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন। ষাটের দশক থেকে তিনি অসংখ্য ছোট গল্প, কবিতা, প্রবন্ধ ও শিশু সাহিত্য রচনা করেছেন।

রাষ্ট্র প্রধান এক শোক বার্তায় তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিশিষ্ট কথাসাহিত্যিক রিজিয়া আজ সকাল ১১টা ১৫ মিনিটে নগরীর এ্যাপলো হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

তিনি দীর্ঘদিন বাধর্ক্য জনিত নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার (আইসিইউ) ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।