স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দলের পেসার হাসান আলী ও তার স্ত্রী সামিয়ার কোল জুড়ে এসেছে কন্যা সন্তান। টুইটারে এ খবর জানিয়েছেন হাসান নিজেই।
‘আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদেরকে কন্যা সন্তান দান করেছেন। আমাদের পরিবারে রাজকন্যাকে স্বাগতম। আশা করব সে অনেক বড় হবার স্বপ্ন দেখবে, তার স্বপ্নগুলো পূরণে সৃষ্টিকর্তা তার পাশে থাকবে সব সময় এই দোয়া করি। তার জন্য সবাই দোয়া করবেন।’
২০১৯ সালে ভারতীয় বংশদ্ভুত সুমাইয়ার সঙ্গে বিয়ের পিড়িতে বসেন পাকিস্তানি এই পেসার।
Allahumduillah! Allah has blessed us with the baby girl. Welcome to our family my princess. I wish this little angel 👼 have wonderful dreams and May the almighty always be with her to fulfill her dreams on the walk of her life.Ameen please remember in your dua
— Hassan Ali 🇵🇰 (@RealHa55an) April 6, 2021
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


