সাহিত্য ডেস্ক : চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী কবিতা উৎসব। দেশের অন্যতম আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ আজ থেকে নগরের জেলা শিল্পকলা একাডেমিতে এ কবিতা উৎসবের আয়োজন করেছে।
কবিতাময় এ উৎসবের অনুষ্ঠানমালায় থাকছে কবিতার মিছিল শিরোনামের শোভাযাত্রা, একক ও দলীয় আবৃত্তি, কবি-ছড়াকারের কণ্ঠে কবিতা ও ছড়াপাঠ, শিশু উৎসব, আবৃত্তিবিষয়ক গ্রন্থ প্রকাশ, কবিতার গান, উৎসব সংকলন প্রকাশ, নিবেদিত প্রযোজনা ও সুহূদ সম্মিলন।
উৎসবে দেশের নন্দিত কবি-ছড়াকার-আবৃত্তিশিল্পীরা ছাড়াও অংশ নিচ্ছেন একঝাঁক তরুণ ও প্রতিশ্রুতিশীল শিল্পীরা। উৎসবটি উৎসর্গ করা হয়েছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তনু বিশ্বাসের স্মৃতির প্রতি।
আজ বিকাল ৪টায় কবিতা উৎসব উদ্বোধন করবেন দেশবরেণ্য কবি হেলাল হাফিজ। তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি থাকবেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান।
বিশেষ অতিথি থাকবেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, দ্রোহ ও সাম্যের কবি মোহন রায়হান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব উদযাপন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান, চসিক কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।