১ হ্যাটট্রিকে ২ কিংবদন্তিকে ছাড়ালেন করিম বেনজেমা

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগ থেকে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের বিদায়টা তখন অনেকের কাছেই মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। এমন সময়ই জ্বলে উঠেন করিম বেনজেমা। করেন হ্যাটট্রিক। এর মধ্যে পরের দুই গোল করেন ১০৬ সেকেন্ডের ব্যবধানে। পিএসজির বিপক্ষে দুই লেগ মিলিয়ে ২-০ গোলে পিছিয়ে থেকেও পরে ৩-২ গোলের দারুণ জয় পেয়েছে রিয়াল।

‘হোক সে একজন মাদ্রিদের খেলোয়াড়। কিন্তু কী দুর্দান্ত খেলোয়াড়! কী অসাধারণ খেলোয়াড় করিম বেনজেমা। আমি খেলা ভালোবাসি’- এভাবেই বেনজেমার খেলায় নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনার কিংবদন্তি ডিফেন্ডার দানি আলভেস।

ভক্ত-সমর্থক-শুভাকাঙ্ক্ষী তো বটেই, বুধবার রাতের পারফরম্যান্সে আলভেসের মতো প্রতিদ্বন্দ্বীদেরও নজর কেড়েছেন বেনজেমা। তার মাত্র ১৮ মিনিটের জাদুকরী হ্যাটট্রিকে প্যারিস সেইন্ট জার্মেইকে বিদায় করে শেষ আটে উঠে গেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ৬১, ৭৬ ও ৭৮ মিনিটে গোল তিনটি করেছেন বেনজেমা। এই তিন গোল তথা হ্যাটট্রিকের সুবাদে রিয়ালের দুই কিংবদন্তি খেলোয়াড় আলফ্রেড ডি স্টেফানো এবং রাউল গঞ্জালেজকেও ছাড়িয়ে গেছেন এ অভিজ্ঞ ফরাসি তারকা।

বুধবারের ম্যাচের পর রিয়ালের হয়ে বেনজেমার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৯-এ। অন্যদিকে ডি স্টেফানো তার রিয়াল ক্যারিয়ারে করেছিলেন ৩০৮টি গোল। এছাড়া চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে রাউলের ৬৬ গোলকে ছাড়িয়ে বেনজেমার গোল এখন ৬৭টি।

দুই কিংবদন্তিকে ছাড়ানোর ম্যাচে দুইটি রেকর্ডও গড়েছেন বেনজেমা। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৮টি বছর চ্যাম্পিয়নস লিগে গোল করলেন তিনি। এছাড়া বিশ্বের সবচেয়ে বয়স্ক (৩০ বছর ২৮০ দিন) খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করলেন বেনজেমা।

এছাড়া চলতি মৌসুমে এরই মধ্যে ৩০ গোল করে ফেলেছেন এ ফরাসি স্ট্রাইকার। যা তার গত মৌসুমের ৩১ গোলের চেয়ে মাত্র একটি কম। বেনজেমার ক্যারিয়ারে সর্বোচ্চ ৩২ গোল এসেছিল ২০১১-১২ মৌসুমে। এবার নিজের সেই রেকর্ড ভাঙবেন বেনজেমা, তা হলফ করে বলেই দেওয়া যায়।