বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫০ লাখ ছাড়ালো

প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫০ লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে। প্রায় দুই বছর আগে চীনে প্রথম এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ার  পর এসব মানুষ কোভিড-১৯’র বলি হলো। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের দেয়া উপাত্তের ওপর ভিত্তি করে তৈরি করা এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

এ ভাইরাসে ৪০ লাখ মানুষের মৃত্যুর প্রায় চার মাস পর সোমবারের এ মাইলফলক নিবন্ধভুক্ত করা হলো। বিশ্বব্যাপী ভ্যাকসিন দেয়ার সুবাদে মৃত্যু হার হ্রাস পাওয়ার মধ্যেই এমন তথ্য জানানো হলো। এক্ষেত্রে ইতোমধ্যে কোটি কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে।

এদিকে অক্টোবরের শুরুতে বিগত এক বছরের মধ্যে এই প্রথমবারের মতো বিশ্বব্যাপী প্রাত্যহিক মৃতের সংখ্যা হ্রাস পেয়ে আট  হাজারের নিচে নেমে এসেছে।

অবশ্য বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডর্স আধানম গেব্রিয়াসিস বলেন, ‘বর্তমানে ইউরোপে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের মোট সংখ্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে।’