Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home করোনাভাইরাস নিয়ে রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর
জাতীয়

করোনাভাইরাস নিয়ে রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

জুমবাংলা নিউজ ডেস্কMarch 11, 20204 Mins Read
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনা ভাইরাসকে একটি বৈশ্বিক দুর্যোগ হিসেবে অভিহিত করে এনিয়ে প্রশ্ন এবং রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিমানন্দর, সমুদ্রবন্দর এবং স্থলবন্দরে ব্যবস্থা নেয়া স্বত্ত্বেও দু’জন বাংলাদেশী বিদেশ থেকে আক্রান্ত হয়ে দেশে এসেছে। বিএনপিকে বলবো এগুলো নিয়ে প্রশ্ন এবং রাজনৈতিক বাদানুবাদ না করে একযোগে কাজ করা প্রয়োজন। তাদেরকে বলবো সবকিছুর মধ্যে রাজনীতি না খোঁজার জন্য।’

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির কাজ হচ্ছে সমালোচনা করা। তারা ভুল খোঁজার রাজনীতি করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো এ বিষয়ে একটু পড়াশোনা করার জন্য। করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে সনাক্ত করা যায় না। সংক্রমিত হওয়ার ১৪ দিন পরে তার দেহে করোনা ভাইরাস আছে কিনা সেটি নির্নয় করা যায়।

তথ্যমন্ত্রী আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে নাটোর জেলা আওয়ামী লীগের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘করোনা ভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ। অর্থনৈতিক ও কারিগরি সক্ষমতা আমাদের চেয়ে বেশি হওয়ার স্বত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স জার্মানি, বেলজিয়াম, সিঙ্গাপুরসহ পৃথিবীর প্রায় একশটি দেশ করোনা ভাইরাস থেকে নিজেদের মুক্ত রাখতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশে এ রোগের চিকিৎসার ব্যাপারে সমন্ত প্রদক্ষেপ গ্রহণ করেছেন। সেই মোতাবেক কার্যক্রম চলছে।’

ড. হাছান বলেন, দল দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে আমাদের মধ্যে কিছু সুযোগ সন্ধানীর অনুপ্রবেশ ঘটেছে। দলের পোড় খাওয়া নেতারাই নেতৃত্বে থাকবেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিগত সম্মেলনের আগে দল থেকে সুযোগ সন্ধানীদের বের করে দেয়ার সিদ্ধান্ত অনুযায়ী কাজ চলছে। আওয়ামী লীগ গণমানুষের দল, অনেকে দল করে কিন্তু নেতৃত্বে আসতে পারে না। আওয়ামী লীগ ও দলের সভাপতি শেখ হাসিনার প্রতি অবিচল আস্থাশীল ব্যক্তিরাই নেতৃত্বে আসবেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ও দেশের মানুষের প্রতি অকৃত্তিম ভালোবাসার কারণে আওয়ামী লীগ পর পর তিনবার রাষ্ট্রক্ষমতায়। প্রধানমন্ত্রী তার দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক প্রতিকুলতার মধ্যদিয়ে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন বলেই এটি সম্ভব হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বার বার হত্যার চক্রান্ত করা হয়েছে। তার পরেও তিনি দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের কাফেলাকে এগিয়ে নিয়ে গেছেন। শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালের ২৩ জুন সরকার গঠিত হয়। ২০০৮ সালে শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় আমরা সরকার গঠন করি। এর পরে দেশে রাজনীতির নামে বহু ষড়যন্ত্র হয়েছে। বিএনপি-জামায়াত মানুষকে জিম্মি করে রেখেছিল। তারা রাজনীতির নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। ট্রাক ও বাস চালকদের হত্যা করেছে।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরও বলেন, রাজনীতির নামে এমন সহিংসতা সমসাময়িক সময়ে পৃথিবীর কোথাও হয়নি। ২০১৩-১৪ ও ১৫ সালে বিএনপি-জামায়াত এটি করেছে। বিএনপি নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে তাকে দৃশৃপট থেকে সরিয়ে দেয়ার কথা বলেছেন। কিন্তু সমস্ত ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্যেও অবিচল থেকে প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক ও সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাদের কারণে আওয়ামী লীগ পর পর তিনবার মোট চারবার রাষ্ট্র ক্ষমতায়।

তিনি বলেন, দলের অধীনে সরকার, সরকারের অধীনে দল নয়। সেকারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক কর্মকান্ডের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। প্রধানমন্ত্রী একদিকে সরকার পরিচালনা করছেন, অন্যদিয়ে দলের খোঁজ-খবর রাখছেন। শেখ হাসিনাই আমাদের দলের অফুরন্ত প্রেরণার উৎস।

মার্চ ও এপ্রিল মাসে ব্যাপক জনসমাগোম করে সম্মেলন করা হবে না। তবে, সাংগঠনিক কর্মকান্ড চলবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কোন সর্মসূচি বাতিল করা হয়নি, পুনর্বিন্যাস করা হয়েছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছু কাল্পনিক তালিকা প্রকাশ করা হয়েছে। সত্যতা যাচাই না করে সংবাদ মাধ্যমে এ ধরনের তালিকা প্রকাশ করলে সে দায় তারা এড়াতে পারেন না। যাচাই-বাছাই ছাড়া নাম প্রকাশ করা দায়িত্বশীলতার মধ্যে পড়ে না। দায়িত্বহীনতার দায় তাদেরকে নিতে হবে। একজন সংসদ সদস্য এ বিষয়ে আদালতে মামলা করেছেন। কেউ সংক্ষুব্ধ হলে আইনের আশ্রয় নিতেই পারেন।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ নাটোর জেলা, থানা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় (করোনাভাইরাস) আহ্বান করতে তথ্যমন্ত্রীর না নিয়ে, প্রতি বিএনপির রাজনীতি
Related Posts
ড্রোন

জনশৃঙ্খলা রক্ষায় তারেক রহমানের গমনাগমন এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ

December 25, 2025
গণসংবর্ধনা

তারেক রহমানের গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকার উদ্দেশে বরিশালের লক্ষাধিক নেতাকর্মী

December 25, 2025
তারেক রহমান

ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কানায় কানায় পূর্ণ তারেক রহমানের সংবর্ধনাস্থল

December 25, 2025
Latest News
ড্রোন

জনশৃঙ্খলা রক্ষায় তারেক রহমানের গমনাগমন এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ

গণসংবর্ধনা

তারেক রহমানের গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকার উদ্দেশে বরিশালের লক্ষাধিক নেতাকর্মী

তারেক রহমান

ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কানায় কানায় পূর্ণ তারেক রহমানের সংবর্ধনাস্থল

প্রধান উপদেষ্টা

দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব : প্রধান উপদেষ্টা

সংশোধিত বাজেটে

সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার

বড়দিন

বড়দিন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, আতশবাজি-ফানুস নিষিদ্ধ

সারাদেশে শীত

সারাদেশে শীত নিয়ে দু:সংবাদ

খোদা বকস চৌধুরী

পদত্যাগ করেছেন খোদা বকস চৌধুরী

Press Secretary

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ : প্রেস সচিব

Drone

এভারকেয়ার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.