Advertisement
বিনোদন ডেস্ক : করোনা সংক্রমণের চিকিৎসা নেওয়ার পর অস্ট্রেলিয়ার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন হলিউডের তারকা দম্পতি টম হ্যাঙ্কস ও রিটা উইলসন।
সোমাবার রাতে তাদের ছেলে ইন্সটাগ্রামে পোস্ট করে জানান, তাদের বাবা মা সুস্থ আছেন। গেলো সপ্তাহে ‘ফরেস্ট গাম্প’-খ্যাত এই অভিনেতা ও তার স্ত্রীকে করোনা চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার পূবাঞ্চলের একটি হাসপাতালে রাখা হয়েছিল। এখন কুইন্সল্যান্ডে নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন তারকা দম্পতি।
গেলো সপ্তাহে টম হ্যাংকস এবং তার স্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে কুইন্সল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তারা ।
এদিকে এলভিস প্রিসলির বায়োপিকের শুটিংয়ের প্রস্তুতির জন্য দেশটিতে অবস্থান করছিলেন তারা। ছবিতে পপ আইকনের ম্যানেজারের চরিত্রে অভিনয়ের কথা রয়েছে একাধিক অস্কারজয়ী অভিনেতার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।