Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় বাহরাইনে আটকা পড়েছেন সৌদি আরবগামী ৬৮ বাংলাদেশি যাত্রী। বাহরাইন হয়ে তাদের সৌদি আরব যাওয়ার কথা ছিল।
বিমানবন্দর ও বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোরে ঢাকা ছেড়ে যাওয়া গালফ এয়ারের একটি ফ্লাইটে কর্মস্থল সৌদি আরবে যাচ্ছিলেন ৬৮ বাংলাদেশি। বাহরাইন বিমানবন্দরে অবতরণের পর শুরু হয় বিপত্তি। সৌদি আরব সরকার বাহরাইন, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের ফ্লাইট স্থগিত করায় আটকা পড়ে যান তারা। তাদের দেশে ফেরত পাঠতে তৎপরতা শুরু করেছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



