আন্তর্জাতিক ডেস্ক : ফের জ্বলে উঠেছে পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মেরাপি। আজ রবিবার সকালে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের যোগজাকার্তা শহরের কাছে অবস্থিত আগ্নিয়গিরিটি থেকে দুইবার গ্যাস ও ধোঁযা উদগিরণ হতে দেখা গেছে।
দেশটির স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানায় বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, প্রায় তিন হাজার মিটার উচ্চতার এই আগ্নেয়গিরিটি থেকে রোববার সকালে দুইবার গ্যাস ও ধোঁয়া উদগিরণ হয়। উদগিরণ দুটি প্রায় ৭ মিনিট স্থায়ী ছিলো। এ সময় আগ্নেয়গিরিটির আশপাশের আকাশ প্রায় ৬ হাজার মিটার উচ্চতা পর্যন্ত ধূসর ধোঁয়ায় ছেয়ে যায়।
দেশটির স্থানীয় কর্তৃপক্ষ আগ্নেয়গিরিটির আশপাশের এলাকায় বসবাসকারী বাসিন্দাদের অন্তত তিন কিলোমিটার দূরে সরে যাওয়া নির্দেশনা দিয়েছে। পাশাপাশি জাকার্তা ও সেন্ট্রাল জাভা সীমান্ত অঞ্চলে বাণিজ্য কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে। তবে দেশটির ভলকানোলোজি অ্যান্ড জিওলোজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন সেন্টার এ ঘটনায় এখনো কোনো সতর্ক সংকেত জারি করেনি।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, রোববার সকালের দিকে আগ্নেয়গিরি অভ্যন্তর থেকে ভয়ংকর শব্দ ভেসে আসতে শোনেন আশপাশের এলাকার বাসিন্দারা। এ সময় তারা আগ্নেয়গিরি থেকে ধূসর ধোঁয়া উদগিরণ হতে দেখেন।
এর আগে সর্বশেষ ২০১০ সালে মাউন্ট মেরাপি থেকে বড় ধরনের অগ্ন্যুৎপাত হয়। তখন এর আশপাশের এলাকায় বসবাসকারী প্রায় তিন লাখ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। তারপরও সেবার ৩০০ জনের বেশি মানুষ এতে প্রাণ হারায়। আগ্নেয়গিরিটি থেকে সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত হয় ১৯৩০ সালে। সেবার প্রাণ হারিয়েছিল প্রায় ১ হাজার ৩০০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।