জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের চলমান সংকটে বিয়ের আয়োজন করায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জামাই-শ্বশুরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ এ অর্থদণ্ড করেন।
স্থানীয়রা জানান, কাশিয়ানীর দুটি গ্রামে বিয়ের আয়োজন চলছিল। একটি বরের বাড়িতে আরেকটি কনের। বিষয়টি জানতে পারেন ইউএনও সাব্বির আহমেদ। সঙ্গে সঙ্গে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দুটি বাড়িতে গিয়েই আলাদা আলাদাভাবে জামাই ও শ্বশুরকে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার সাফলীডাঙ্গা গ্রামে গিয়ে বর জুবায়ের হোসেন মিয়াকে ১০ হাজার এবং কনের বাবা রকিব উদ্দিনকে ১০ হাজার জরিমানা করা হয়। এ ছাড়া মাজড়া গ্রামে গিয়ে আরেক কনের বাবা সৈয়দ ইনায়েতকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে ইউএনও সাব্বির আহমেদ বলেন, ‘করোনা পরিস্থিতে সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের আয়োজন ও গণজমায়েত করায় তাদেরকে জরিমানা করা হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।