আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ বেড়েই চলেছে। কিন্তু এমন পরিস্থিতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একনায়কত্ব ও স্বেচ্ছাচারী নীতি অব্যাহত রেখেছেন। এজন্য তার সমালোচনা করেছে ইউরোপ।
বিশ্বের দেশগুলো বহুপাক্ষিক সহযোগিতা গড়ে তোলা, সব দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন এবং বিরাজমান নানা সংকট মোকাবেলার জন্য সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিলেও যুক্তরাষ্ট্র তার পূর্বের নীতিতে অটল।
মার্কিন নীতির সমালোচনা করে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল কয়েকটি দেশের স্বেচ্ছাচারী নীতির তীব্র সমালোচনা করে করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বের সব দেশের মধ্যে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
তিনি সরাসরি মার্কিন নীতির সমালোচনা করে বলেছেন, ‘করোনার মতো প্রাণঘাতী ভাইরাস মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে একক আধিপত্যের শৃঙ্খল থেকে বেরিয়ে আসা। কেননা কোনো দেশের একার পক্ষে এ ভাইরাস মোকাবেলা করা সম্ভব নয় এবং এ ভাইরাস কোনো সীমানা চেনে না।‘
এদিকে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাইকেল মাআলোফ প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির সমালোচনা করে বলেছেন, ‘বর্তমান বিশ্ব কয়েক মেরুতে পরিণত হয়েছে এবং মার্কিন সরকারের উচিত এ বাস্তবতা মেনে নেয়া’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।