Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত চিকিৎসক দম্পতি ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও ডা. নুজহাত চৌধুরী শম্পা।
বুধবার দুপুরে নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএসএমএমইউয়ের লিভার বিভাগের প্রধান ডা. স্বপ্নীল ।
চারদিন আগে নিজে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। এর পরেরদিন থেকেই তার স্ত্রী ডা. নুজহাত ও অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলেও করোনায় আক্রান্ত হয় বলে জানান স্বপ্নীল।
ডা. স্বপ্নীল বলেন, আমরা সবাই বাসাতেই চিকিৎসা নিচ্ছি। এমনিতে তেমন কোনো সমস্যা নেই।
একাত্তরের শহীদ ডা. আলীম চৌধুরীর ছোট মেয়ে ডা. নুজহাত চৌধুরী বিএসএমএমইউ’র চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



