স্পোর্টস ডেস্ক : করোনার মরণ থাবা বসেছে বিশ্বের সকল মহলে। বাদ যায়নি ক্রীড়াঙ্গনের তারকারাও। তারই অংশ হিসেবে করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ১০০ স্টাফ ও খেলোয়াড়ের। যার মধ্যে ৭ জনের করোনা ‘পজিটিভি’ ধরা পড়েছে। খবর নিশ্চিত করেছেন সিএসএ’র অন্তর্বর্তী প্রধান নির্বাহী জ্যাক ফুল।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, তাদের ক্রিকেট সংশ্লিষ্ট ৭ জন করোনা পজিটিভ। সবাই যখন দ্রুত খেলা ফেরানোর কথা ভাবছে এ খবর তাদের সিদ্ধান্তে বড় প্রশ্ন তৈরি করল। প্রোটিয়া ক্রিকেটও খেলা দ্রুত মাঠে ফেরানোর কথা ভাবছে। সিএসএ ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাক ফুল জানান, কমপক্ষে ১০০ জনকে করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরাও আছেন। স্পোর্ট টোয়েন্টিফোরকে ফুল বলেন, ‘আমরা করোনা পরীক্ষায় পজিটিভ পেয়েছি। ১০০’র ওপরে করা পরীক্ষায় ৭ জনের ধরা পড়েছে।’- সিএসএ’র অন্তর্বর্তী প্রধান নির্বাহী খবরটা নিশ্চিত করলেও আক্রান্তের মধ্যে কোনও খেলোয়াড় আছেন কিনা, সেটা গোপন রেখেছেন। নীতি অনুযায়ী আক্রান্তের নাম বলার অনুমতিও নেই বলে জানিয়েছেন ফুল, ‘যারা আক্রান্ত হয়েছেন, আমাদের মেডিক্যাল নীতির প্রোটোকল অনুযায়ী তাদের ব্যাপারে কোনও প্রকার তথ্য দেওয়ার অনুমতি নেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।