জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাসে সারা দেশে ৮ হাজার ৮৪৮ জন আক্রান্ত পুলিশ সদস্যের মধ্যে রবিবার পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৪০৮ জন।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বার্তা সংস্থা ইউএনবিকে জানায়, ‘মোট আক্রান্ত পুলিশের মধ্যে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশেরই ২ হাজার ১২০ জন আক্রান্ত।’
বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী এবং র্যাবসহ অন্যান্য সংস্থার সদস্যরা সারা দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছেন।
এর মধ্যে রবিবার পর্যন্ত ৩০ পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার এক বেসামরিক সদস্য কোভিড -১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সূত্রটি জানায়।
ইতোমধ্যে সংক্রমিত ৩ হাজার ৪৫০ জন পুলিশ সদস্যকে আইসোলেশনে এবং ৯ হাজার ৩৭৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
সুস্থ হয়ে ওঠা বেশিরভাগ পুলিশ সদস্য নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন বলে জানা গেছে।
এদিকে, রবিবার দেশে নতুন করে আরও ৩৫৩১ জনের শরীরে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৭৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ লাখ ৯৬ হাজার ৫৭৯টি।
দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১২ হাজার ৩০৬ জন। শনাক্তের হার ২৩. ০৯ শতাংশ। সেই সাথে মারা গেছেন মোট এক হাজার ৪৬৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।