জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন নাট্যশিল্পী মৌসুমী নাগ (৩৬)। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে মারা যান। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
মৌসুমী শ্রীমঙ্গল থিয়েটারের নাট্য সম্পাদক ছিলেন। এছাড়া তিনি একটি আবৃত্তি স্কুলে শিক্ষকতা করতেন। মৃত্যুকালে তিনি স্বামী ও ৯ বছরের এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত ৮ জুলাই তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে বাসায় রেখে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গত ১৫ জুলাই তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।
তার এই অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডা. মো. আব্দুস শহীদ এমপি। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন থেকে শোক জানানো হয়। স্বাস্থ্যবিধি মেনে উপজেলা সৎকার কমিটি দুপুরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।