জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের সাবেক পরিচালক ও অবসরপ্রাপ্ত ডাক্তার মোঃ কামরুল হাসান এবং একই মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক অবসরপ্রাপ্ত ডাক্তার সৈয়দা হোসনে আরাকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১ এস এইচ হেলিকপ্টার যোগে বরিশাল থেকে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়।
বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ডাক্তার মোঃ কামরুল হাসান এবং ডাক্তার সৈয়দা হোসনে আরার শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে জরুরি ভিত্তিতে ঢাকায় এনে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতায়ে ভর্তি করা হয়েছে।
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সরকারের নীতিমালা অনুসরণ করে সর্বদা জরুরী সহায়তা প্রদান করে আসছে। সূত্র: আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।