স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন করোনামুক্ত হয়েছেন। দ্বিতীয় করোনা টেস্টের ফল নেগেটিভ আসে তার। বুধবার (২৫ নভেম্বর) তার করোনামুক্ত হওয়ার খবর পাওয়া যায়।
এর আগে গেল ১২ নভেম্বর করোনা পজিটিভ শনাক্ত হন বাশার। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে, ১৬ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনি।
বিসিবি প্রেসিডেন্টস কাপ চলাকালীন এবং ক্রিকেটারদের অনুশীলনেও গেল কয়েক সপ্তাহ মাঠে সরব ছিলেন হাবিবুল বাশার সুমন।
হাবিুবল বাশার ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও তার স্ত্রী। তবে করোনার কবল থেকে মুক্তি মিলেছে সবারই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।