নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় দুঃস্থ ও অস্বচ্ছলদের ফ্রি করোনা টেস্ট করা হচ্ছে। এছাড়াও করোনা সচেতনতায় পুরো কালীগঞ্জে করা হয়েছে পোষ্টারিং। স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন কালীগঞ্জ স্বদেশী প্রবাসী কল্যাণ ফোরামের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে প্রতিবেদককে বিষয়টি যৌথভাবে নিশ্চিত করেছেন কালীগঞ্জ স্বদেশী প্রবাসী কল্যাণ ফোরামের সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মাশহুদুর রহমান সাজিদ।
সাধারণ সম্পাদক মো. মাশহুদুর রহমান সাজিদ জানান, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত কালীগঞ্জের প্রবাসী এবং স্থানীয়দের যৌথ প্রয়াসে গড়ে উঠেছে স্বেচ্ছাসেবী সংগঠন কালীগঞ্জ স্বদেশী প্রবাসী কল্যাণ ফোরাম।শুরু থেকেই সংগঠনটি বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস প্রতিরোধের ব্যাপারে সচেতনতামূলক পোস্টার স্থানীয় বিভিন্ন বাজার ও ব্যস্ত এলাকাগুলোতে সাটানো হয়েছে। এছাড়াও সংগঠনের উদ্যোগে কালীগঞ্জের অস্বচ্ছল ও দরিদ্র মানুষের করোনা টেস্ট ফ্রী করার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, এই সেবা পেতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ষ্টাফ নার্স রেজওয়ানা নাজনীনের সাথে (০১৭৮২২৯৮৮৬৬) যোগাযোগ করে সরকারী ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সুবিধাটি নিতে পারবে।
মো. জসিম উদ্দিন জানান, এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বৈশ্বিক বিভিন্ন প্রাকৃতিক নানা দুর্যোগের কারনে ক্ষতিগ্রস্থ নিম্নগামী মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও সহায়তা প্রদান। ছাড়াও কালীগঞ্জের পিছিয়ে পড়া বিশাল জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা, আর্থ-সামাজিক ও মানবিক মূল্যবোধের উন্নয়ন এবং মানুষের কর্মশক্তি ও চেতনাবোধের উন্নয়নের মাধ্যমে প্রাপ্ত সীমিত সম্পদের সর্বাধিক ব্যবহার নিশ্চিতকরণসহ সমাজ ব্যবস্থার উন্নয়ন ও পরিবর্তনই হচ্ছে এই সংগঠনের আদর্শ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।