জুমবাংলা ডেস্ক: মহামারি করোনা ভাইরাস তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। যদিও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবন-যাত্রায় ফিরছে মানুষ। তবে এখনো কার্যকরী কোন ভ্যাকসিন না আসায় সংক্রমণ ও মৃত্যু প্রতিদিন বেড়েই চলছে। আজ শনিবার (০৫ ডিসেম্বর) গতকালের তুলনায় দেশে নতুন রোগী শনাক্ত কমলেও ও মৃত্যু বেড়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮০৭ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৮৮৮ জনের দেহে। এ নিয়ে শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৮৭৯ জন।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী ধরা পড়ে। এখন চলছে সংক্রমণের নবম মাস।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৪৫৭ জন। মোট সুস্থ হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবে ১৩ হাজার ৫৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৫৪ শতাংশ।
মোট শনাক্তের হার ১৬.৭০ শতাংশ। সুস্থতার হার ৮২.৬৭ শতাংশ। মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।
মৃত ৩৫ জনের মধ্যে পুরুষ ২৩ ও নারী ১২ জন। তাদের মধ্যে ৩৪ জন হাসপাতালে চিকিৎসাধীন ও এক জন বাড়িতে ছিলেন।
বয়স বিবেচনায় মৃতদের মধ্যে বিশোর্ধ্ব ১, চল্লিশোর্ধ্ব ১, পঞ্চাশোর্ধ্ব ৯, ষাটোর্ধ্ব ২৪।
মৃতদের মধ্যে ঢাকার ২৩, চট্টগ্রামের ১, রাজশাহীর ২, খুলনার ২, বরিশালের ২, সিলেটের ১, রংপুরের ২ ও ময়মনসিংহের দুজন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।