Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home কর্তৃপক্ষের দ্বন্দ্বে ঢাকার রাস্তায় রাস্তায় ঝুলছে বিরক্তিকর তার
    জাতীয় স্লাইডার

    কর্তৃপক্ষের দ্বন্দ্বে ঢাকার রাস্তায় রাস্তায় ঝুলছে বিরক্তিকর তার

    Sibbir OsmanJanuary 5, 20203 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : জাতীয় টেলিযোগাযোগ ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) এবং ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী (আইএসপি) প্রতিষ্ঠানগুলোর দ্বন্দ্বের কারণে এখনও সফলতার মুখ দেখেনি ঢাকা শহরকে তারমুক্ত করার সরকারি পদক্ষেপ।খবর-ইউএনবি।

    ফাইল ছবি

    সরকারি সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিভাগের গঠিত একটি কমিটি দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ করেছে এবং এটিকে বিদ্যুতের তারের ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

    সূত্র অনুযায়ী, গত ৩১ অক্টোবর এক বৈঠকে যুগ্মসচিব (সুশাসন ও পরিচালনা) আবুল খাইন মো: আমিনুর রহমানের নেতৃত্বে কমিটি গঠন করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য হুমকিম্বরূপ বৈদ্যুতিক খুঁটিগুলোর সাথে ঝুলে থাকা সব তার অপসারণে প্রয়োজনীয় উদ্যোগ নিতে করণীয় সম্পর্কে প্রতিবেদন দিতে ১৫ দিনের সময় বেধে দেয় বিদ্যুৎ বিভাগ।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা যায়, আগামী কয়েক বছরের মধ্যে মাথার উপর ঝুঁলে থাকা বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিশ টিভি লাইনের তারসহ সকল তার ভূগর্ভস্থ করতে সরকারি পরিকল্পনার অংশ হিসেবেই এসকল পদক্ষেপ নিয়েছে বিদ্যুৎ বিভাগ।

    সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ধানমন্ডি ও গুলশান এলাকায় ঝুলন্ত সব বৈদ্যুতিক তার ভূগর্ভস্থ করার প্রকল্প হাতে নিয়েছে শহরে বিদ্যুত বিতরণে নিযুক্ত প্রতিষ্ঠান ডিপিডিসি এবং ডেসকো।

    সরকারি সূত্র জানায়, বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈদ্যুতিক তার অপসারণে বিতরণ সংস্থাগুলোর বারবার ব্যর্থতার কারণ অনুসন্ধানে সম্প্রতি এনটিটিএন এবং আইএসপি সংস্থাগুলোর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্যদের সাথে বৈঠকে বসে বিদ্যুৎ বিভাগের গঠিত কমিটি এবং এই সমস্যার সমাধান খুঁজে পান তারা।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়, সামিট কমিউনিকেশনস লিমিটেড (এসসিএল) এবং ফাইবার এট হোম (এফএএইচ) এনটিটিএন হিসেবে কাজ করছে এবং নগরীতে তাদের মূল ইন্টারনেট নেটওয়ার্ক পরিচালনার জন্য ভূগর্ভস্থ তার স্থাপন করেছে যখন ঝুলন্ত তারের মাধ্যমে বাসাবাড়ি এবং বিভিন্ন অফিসে ইন্টারনেট সংযোগ দেয়ার জন্য কাজ করছে স্থানীয় প্রায় ১৭৩৪টি বৈধ এবং প্রায় ৫০০০ অবৈধ ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠান।

    নিয়ম অনুযায়ী, বাসাবাড়ি এবং অফিসগুলোতে ইন্টারনেট পরিষেবা প্রদানের ক্ষেত্রে আইএসপি প্রতিষ্ঠানগুলোর এসসিএল এবং এফএএইচ থেকে সংযোগ নেয়ার কথা।

    তবে আর্থিক ব্যয়ের কারণে আইএসপিগুলো লেবেল ডিস্ট্রিবিউশন প্রটোকল (এলডিপি) বা অ্যাক্সেস পয়েন্ট (এপি) থেকে সংযোগ নিচ্ছে না বলে এনটিটিএন প্রতিষ্ঠানগুলোর অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

    অন্যদিকে প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে এনটিটিএন সংস্থাগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় বা তাৎক্ষণিক সমাধান না পাওয়ায় এলডিপি বা এপির কাছ থেকে ইন্টারনেট সংযোগ নিতে অনেকের অনাগ্রহ আছে বলে অভিযোগ করেছে আইএসপি প্রতিষ্ঠানগুলো।

    এছাড়া, এনটিটিএন তাদের এলডিপি বা এপি থেকে ইন্টারনেট সংযোগ দেয়ার ক্ষেত্রে অতিরিক্ত চার্জ আদায় করছে বলে আইএসপি প্রতিষ্ঠানগুলোর বরাত দিয়ে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

    এমন পরিস্থিতিতেই আইএসপি প্রতিষ্ঠানগুলো নির্বিচারে তার ঝুলিয়ে রাখছে এবং বাসা ও অফিসগুলোতে ইন্টারনেট সংযোগ প্রদান করছে উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়, এই বিষয়ে কেবলমাত্র বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পদক্ষেপ নিতে পারে এবং দ্বন্দ্বের নিরসন করতে পারে।

    শেষ পর্যন্ত, বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ডিপিডিসি এবং ডেসকোর সাথে সমন্বয়ের মাধ্যমে ঝুলন্ত তারগুলো ভূগর্ভস্থ করার জন্য ১১ দফা সুপারিশ গ্রহণ করেছে বিদ্যুৎ বিভাগের গঠিত কমিটি।

    বিচ্ছিন্নভাবে ঝুলে থাকা ইন্টারনেট, বিদ্যুৎ এবং ডিশ লাইনের তারগুলো শুধুমাত্র বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার জন্যই হুমকি নয়, এগুলো রাজধানীর সৌন্দর্য বৃদ্ধির জন্য সরকারি পদক্ষেপের ক্ষেত্রেও বড় বাধা তৈরি করেছে বলে উল্লেখ করেছে ওই কমিটি।

    যোগাযোগ করা হলে বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, তিনি ইতোমধ্যে এ বিষয়ে প্রতিবেদন পেয়েছেন এবং এনটিটিএন ও আইএসপি সংস্থাগুলোর সাথে আবারও বৈঠকে বসার পরিকল্পনা করছেন।

    তিনি জানান, ‘বৈঠকের পর আমরা তাদের কিছু পরামর্শ দেব। তারা যদি এটি অনুসরণ না করে তাহলে বিদ্যুতের খুঁটিতে অলসভাবে ঝুলে থাকা তার অপসারণের ক্ষেত্রে বাধাপ্রদানকারীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় কর্তৃপক্ষের ঝুলছে ঢাকার তার দ্বন্দ্বে বিরক্তিকর রাস্তায়, স্লাইডার
    Related Posts
    Viral

    ভাইরাল হয়ে বিপাকে সেই ‘ফুটপাতের বুফে’র মালিক, ভেঙে পড়লেন কান্নায়

    August 13, 2025
    Upodastha

    নির্বাচনে অংশ নিতে পারবে না ঋণখেলাপিরা : অর্থ উপদেষ্টা

    August 13, 2025
    অর্থ উপদেষ্টা

    কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা

    August 13, 2025
    সর্বশেষ খবর
    Viral

    ভাইরাল হয়ে বিপাকে সেই ‘ফুটপাতের বুফে’র মালিক, ভেঙে পড়লেন কান্নায়

    অপটিক্যাল ইলুউশনের ছবি

    ছবিটি জুম করে দেখুন, বলতে পারবেন কে দাঁড়িয়ে আছে এবং কে বসে?

    সাবেক ফার্স্ট লেডি

    স্বামীর পর গ্রেফতার দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি

    ওয়েব সিরিজ

    রিলিজ হল রোমান্সে ভরপুর নতুন ওয়েব সিরিজ, একা দেখুন

    মেয়ে

    মেয়েদের কোন অঙ্গটি প্রতি দুই মাস অন্তর পরিবর্তন হয়

    Rare incident in cricket

    ক্রিকেটে বিরল ঘটনা, ইনিংসে ১০ ব্যাটারই আউট শূন্য রানে!

    জামায়াতের বিক্ষোভ

    রাজধানীতে বিকালে জামায়াতের বিক্ষোভ

    ওয়েব সিরিজ

    সীমাহীন জনপ্রিয়তা অর্জন করলো এই ওয়েব সিরিজ, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস!

    নোরা ফাতেহি

    আমার মতো নিতম্ব ওরা কখনো দেখেনি : নোরা ফাতেহি

    INDIA

    রাতে দেখা করতে গিয়ে প্রেমিকার ঘরে ঘুমিয়ে পড়লেন প্রেমিক, তারপর যা ঘটলো

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.