কর্মস্থলে নিরাপত্তার দাবীতে শিবপুর সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতি পালন

শিবপুর সরকারি কলেজের শিক্ষক

নরসিংদী প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওপর ‘হামলা, লাঞ্ছনা ও কটূক্তির’ প্রতিবাদে ও কর্মস্থলে নিরাপত্তার দাবীতে ঘণ্টাব্যাপী কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের শিক্ষকরা।

রবিবার (১২ জুন) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শিবপুর সরকারি কলেজের শিক্ষক
কর্মবিরতি ও মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা জানান, সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওপর ‘হামলা, লাঞ্ছনা ও কটূক্তির’ প্রতিবাদে এবং কর্মক্ষেত্রের সুন্দর ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতেই এই কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কলেজ ইউনিটের আয়োজনে এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন সরকারি শহীদ আসাদ কলেজের বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যক্ষ প্রফেসর ড.মোঃ শফিউল কাফী, সহসভাপতি ও উপাধ্যক্ষ কল্যাণী ব্যানার্জী, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, কোষাধ্যক্ষ ও প্রভাষক শামীম মৃধা, কলেজের অফিসার্স কাউন্সিলর সম্পাদক হারুন অর রশিদসহ কলেজের সব বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও শিক্ষা ক্যাডারের অন্যান্য কর্মকর্তারা।

পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে পরিবর্তন হলো এসএসসি পরীক্ষার রুটিন