বছরের শুরুতেই আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতায় জি ২৪ ঘণ্টার ‘বিনোদনের সেরা ২৪’ অনুষ্ঠানে তিনি ‘সেরা অভিনেত্রী (সমালোচক)’ পুরস্কার জয় করেছেন। ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যমে এই অর্জনের খবরটি জানান।
নিজের অনুভূতি প্রকাশ করে জয়া লিখেছেন, ‘বছরের প্রথম পুরস্কার হিসেবে ‘পুতুলনাচের ইতিকথা’র জন্য এই সম্মান পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’
কলকাতার ‘জি ২৪ ঘণ্টা’ চ্যানেল আয়োজন করেছিল এই জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখার্জি। এতে জয়া আহসানের সংবেদনশীল অভিনয় দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি।
আরও পড়ুনঃ
দুই বাংলার চলচ্চিত্রে জয়া আহসানের জয়যাত্রা দীর্ঘদিনের। বছরের শুরুতেই প্রাপ্ত এই আন্তর্জাতিক স্বীকৃতি জয়ার ক্যারিয়ারের মুকুটে নতুন এক পালক যোগ করল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


