জুমবাংলা ডেস্ক : বরগুনার আমতলীতে কাঁচা মরিচের ঝাঁঝে এর কাছেই যাওয়া যাচ্ছে না। এ ছাড়া অন্যান্য সবজির দামও প্রায় দ্বিগুণ। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে পৌর শহরের কাঁচাবাজারগুলোতে বাজার করতে আসা ক্রেতাদের মুখে মুখে এমন অভিযোগ।
সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, পৌর শহরের দুটি কাঁচা বাজারেই প্রতিকেজি কাঁচা মরিচ এখন ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অধিকাংশ সবজি বিক্রেতার দোকানেই মরিচের সংকট। দু-চারটি দোকানে মরিচ পাওয়া গেলেও তার দাম চড়া। বলতে গেলে ক্রেতাদের সাধ্যের বাইরে। এ ছাড়া প্রতিটি সবজি গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। বাজারে ৩০ থেকে ৪০ টাকা মূল্যের সবজি এখন ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গৃহিণী আয়শা সিদ্দিকা বলেন, পৌর সদরের কাঁচাবাজারে কাঁচা মরিচ কিনতে গেলে প্রতি কেজি ২৫০ টাকা দাম চান বিক্রেতারা। এত বেশি দামে মরিচ কেনা সম্ভব না হওয়ায় বাসায় ফিরে যাচ্ছি। ভাবছি কাঁচা মরিচ ছাড়াই তরকারি রান্না করব।’ এ ছাড়া প্রতিটি সবজি গত সপ্তাহের চেয়ে কেজিতে প্রায় দ্বিগুণ দাম চাচ্ছে বিক্রেতারা।
দাম না কমার কারণ হিসেবে স্থানীয় ব্যবসায়ী মন্নান বয়াতি, শহিদুল ইসলাম, মফেজ বলেন, আমতলী বাজারে বেশির ভাগই স্থানীয় ও উত্তরাঞ্চল থেকে আসা কাঁচামাল ও সবজি বিক্রি হয়। সম্প্রতি অতিবৃষ্টির পানিতে স্থানীয় ও উত্তর অঞ্চলের অধিকাংশ মরিচ ও সবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় হঠাৎ করে বাজারে সরবরাহ কমে যায়। তাই আমাদের মহাজনের কাছ থেকে বেশি দামে মরিচ ও সবজি কিনে তা বাজারে বিক্রি করতে হচ্ছে।’ তাই বাজারে সবজি ও মরিচের দাম অনেক বেশি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel