Advertisement
জুমবাংলা ডেস্ক : এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের রাজধানীর কাকরাইলের শাখায় দুটি লাগেজ থেকে প্রায় ৪৬ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় রুপিসহ দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বুধবার বিকালে কাকরাইল থেকে লাগেজ নিতে আসলে ওই দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ইয়াকুব আলী ও হাসান আহমেদ।
পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, দুবাই থেকে বাংলাদেশে আসা রুপিসহ দুজনকে আটক করা হয়েছে। দুপুরে কাকরাইল এসএ পরিবহন থেকে জব্দ করা হয় রুপিগুলো।
এক বার্তায় ডিএমপি জানায়, এই দুটি লাগেজ একটি কার্গো বিমানে দুবাই থেকে সিলেটে এসেছিল। সিলেট থেকে লাগেজ দুটি এসএ পরিবহনে ঢাকায় পাঠানো হয়। পরে দুজন লাগেজটি তুলতে এলে তাদের আটক করা হয়। আটকরা হচ্ছেন হাসান ও ইয়াকুব। লাগেজ ও রুপির বিষয়ে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।