কাকে ‘বাংলার মেসি’ বললেন রুবেল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন অনেক দিন ধরে দলের বাহিরে আছেন। তবে তিনি সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন। বিভিন্ন সময় নানান রকমের বিষয় নিয়ে তার ব্যক্তিগত পেজে পোস্ট করেন। এবার তিনি বাংলাদেশের একজন খেলোয়ারকে ‘বাংলার ক্রিকেটের মেসি’ বলে অভিহিত করেছেন।

ফুটবলে রুবেল হোসেনের প্রিয় দল ব্রাজিল হলেও তিনি লিওনেল মেসির বড় ফ্যান। গত রাতে নান্দনিক ফুটবল উপহার দিয়ে আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন লিওনেল মেসি। আজ মিরপুরে সাকিব আল হাসান ৫ উইকেট নিয়ে ভারতকে ১৮৬ রানে অল আউট করতে বড় অবদান রেখেছেন। সাকিবের এমন পারফরম্যান্সের পর তাঁকে ‘বাংলার ক্রিকেটের মেসি’ বলে অভিহিত করেছেন রুবেল।

রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবের একটি ছবি পোস্ট করেছেন রুবেল। ক্যাপশনে লিখেছেন, ‘বাংলার ক্রিকেটের মেসি অন ফায়ার’। রুবেল ব্রাজিল ফুটবল দলের সমর্থক হলেও লিওনেল মেসির বড় ফ্যান তিনি। কিছুদিন আগে তিনি আর্জেন্টিনাকে শুভ কামনা জানিয়েও পোস্ট দিয়েছিলেন।

মিরাজ বীরত্বে ইতিহাস গড়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়