আন্তর্জাতিক ডেস্ক: কাজাখস্তানে বেক এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান শুক্রবার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন। খবর ইউএনবি’র।
আলমাতি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১০০ জন যাত্রী ও ক্রু নিয়ে বিমানটি আলমাতি শহর থেকে দেশটির রাজধানী নূর-সুলতানে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি কংক্রিটের একটি দেয়াল ও দোতলা ভবনের সাথে ধাক্কা খায় এবং সাথে সাথেই বিধ্বস্ত হয়।
স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটে (০১২২ জিএমটি) নিয়ন্ত্রণ কক্ষের সাথে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
নিজেদের ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বিধ্বস্তের পর কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি এবং দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে।
মাঝারি আকারের ফোকার-১০০ মডেলের ওই বিমানটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান ১৯৯৬ সালে দেউলিয়া হয়ে যায়। একই বছর ওই মডেলের বিমান উৎপাদনও বন্ধ হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।