নাবিউর রহমান (চয়ন) সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজিপুরে বিট পুলিশিং এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের আফজাল হোসেন মেমোরিয়াল কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে কাজিপুর থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য ছিলো বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার)। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশ থেকে সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দূর করতেই আমাদের দায়িত্ব দিয়েছেন। সমাজ থেকে বাল্য বিবাহ,গরু চুরি, মাদক সহ সবধরনের অপরাধ দমন করতে পুলিশ বাহিনী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এক্ষেত্রে জনগণের সহযোগিতা একান্ত কাম্য। সবার সম্মিলিত প্রাচেষ্টাই পারে সমাজ থেকে অপরাধকে দমণ করতে। আসুন আমরা সবাই অপরাধকে না বলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেফাজ উদ্দিন মাষ্টার। এসময় উপজেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, এলাকার গন্যমান্য মুরুব্বীগণ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।