স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ জিতবে কারা? এই প্রশ্ন তো এখন পুরো বিশ্বের। নেদারল্যান্ডস ম্যাচের আগে আর্জেন্টিনার সংবাদ সম্মেলনেও উঠেছিল প্রশ্নটা। উত্তরে কী বললেন লিওনেল মেসিদের কোচ স্ক্যালোনি? নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি তিনি। এই কোচ মনে করেন, ৮ দলের সামনেই শিরোপা জেতার সুযোগ রয়েছে।
কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা শেষ। শেষ হয়েছে শেষ ষোলোর খেলাও। এবার অপেক্ষা কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের। শুক্রবার (৯ ডিসেম্বর) দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।
মেসিরা নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে রাত একটায়। তার আগে সংবাদ সম্মেলনে দল, খেলোয়াড়দের ইনজুরি, সম্ভাব্য চ্যাম্পিয়নসহ নানা দিক নিয়ে কথা বলেছেন তিনি।
স্ক্যালোনির সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছিল, কারা এবার শিরোপা জিততে পারে। উত্তরে আর্জেন্টাইন কোচ বলেন, ‘৮ দলের সামনেই ফাইনালে খেলার সুযোগ রয়েছে। আর কয়েকটা ধাপ মাত্র। এরপর যে কোনো দল মেধার প্রমাণ দিতে পারে। আমরা বিশ্বাস করি, এটাই স্বাভাবিক। প্রতিপক্ষ যখন আছে, বিষয়টা কঠিনই।’
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের ৮টি দল হলো: ব্রাজিল, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, মরক্কো, ফ্রান্স, ইংল্যান্ড ও পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ক্রোয়েশিয়ার, আর্জেন্টিনা নেদারল্যান্ডসের, মরক্কো পর্তুগালের ও ইংল্যান্ড ফ্রান্সের মুখোমুখি হবে।
কে সেরা, রোনাল্ডো না মেসি? জানালেন বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।