কানাডায় প্রথম করোনার ওমিক্রন ধরন শনাক্ত

প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় প্রথম করোনার ‘ওমিক্রন’ ধরন শনাক্ত হয়েছে। সম্প্রতি নাইজেরিয়া ভ্রমণ করেছেন এমন দু’ব্যক্তির শরীরে নতুন এ ধরন শনাক্ত হয়েছে।

ফেডারেল ও অন্তারিও প্রদেশের কর্মকর্তারা জানান, উভয় রোগীকে আইসোলেশানে রাখা হয়েছে। জনস্বাস্থ্য কর্তৃপক্ষ তাদের দ্বারা আরো কেউ সংক্রমিত হয়েছে কিনা তা খতিয়ে দেখছে।

কানাডার স্বাস্থ্য মন্ত্রী জীন ইভেস ডুকলেস রোববার এক বিবৃতিতে বলেছেন, জনস্বাস্থ্য সংস্থা আজ আমাকে অন্তারিওতে ওমিক্রন ধরনে দু’জনের আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে।

পর্যবেক্ষণ ও পরীক্ষা অব্যাহতভাবে চলছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্তারিও সরকার জানিয়েছে, শনাক্ত দ’ুজনই রাজধানী অটোয়ার।

করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় কানাডা শুক্রবার আফ্রিকার সাতটি দেশের সাথে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। নাইজেরিয়া এর একটি। সূত্র: বাসস