আন্তর্জাতিক ডেস্ক : সবাই মুখ দিয়ে বেলুন ফুলিয়ে তুলে। তবে যদি শুনেন কান দিয়ে বেলুন ফুলানোর কথা তাহলে একটু আশ্চর্য হতেই হয়।
এই আশ্চর্যজনক কাজটিই করেছেন ভারতের তেলেঙ্গানার ইয়েল্লারেড্ডি শহরের যুবক চান (৩২)।
চান পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। তিনি তার দুই কান দিয়ে বেলুন ফোলাতে পারেন। তবে বাম কানের থেকে ডান কানে এই ক্ষমতা বেশি।
বাম কানের সাহায্যে ৩০ সেন্টিমিটারের বেলুন ফোলাতে পারেন তিনি। তবে ডান কান দিয়ে প্রায় ৭০ সেন্টিমিটারের বেলুন ফুলিয়ে তুলতে পারেন।
চান জানান, তার এই ক্ষমতা ছোটবেলা থেকেই। একবার তার কানে জল ঢুকে যায়। তখন তিনি ভেতর থেকে হাওয়ার মাধ্যমে সেই জল বের করে দেন। তারপর থেকে তিনি প্রথমে কান দিয়ে পরীক্ষামূলকভাবে বেলুন ফোলানোর চেষ্টা করেন। পরবর্তীতে সেই চেষ্টায় সাফল্যও এসেছে।
সম্প্রতি কান দিয়ে তার এই বেলুন ফোলানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
#Indian man uses ears to inflate balloons in weird trick!
Take a look pic.twitter.com/CGOb7Gxoi9
— CGTN (@CGTNOfficial) November 8, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।