আন্তর্জাতিক ডেস্ক : কারগারেই মারা গেলেন কাশ্মীরের প্রবীণ রাজনৈতিক নেতা গোলাম মোহাম্মদ ভাট। চার মাসেরও বেশি সময় ধরে উত্তরপ্রদেশের ইলাহাবাদের একটি জেলে বন্দী ছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার এলাহাবাদের কারাগারে মারা যান কাশ্মীরের জামাত-ই-ইসলামিয়া সংগঠনের নেতা গোলাম মোহাম্মদ ভাট।
রবিবার বিমানে করে শ্রীনগরে ফিরিয়ে আনা হয় ৬৫ বছর বয়সী এই নেতার মরদেহ।
চলতি বছরের ৫ আগষ্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে বিক্ষোভ দমন করতে সে সময় অঞ্চলটির কয়েকশ রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়।
বিতর্কিত পাবলিক সেফটি অ্যাক্টে (পিএসএ) জামাত-ই-ইসলামিয়ার এই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়। কাশ্মীর থেকে ইলাহাবাদের নৈনি সেন্ট্রাল জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাকে।
সেই থেকে জেলটিতে বন্দী ছিলেন গোলাম মোহাম্মদ। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত তার ওপর ওই আইন কার্যকর থাকার কথা ছিল। তার আগেই শনিবার বিকেল ৪টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তণ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কন্যা ইলতিজা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই গোলাম মোহাম্মদের মৃত্যুর জন্য দায়ী করেছেন তিনি।
উত্তরপ্রদেশে, হারিয়ানা, রাজস্থানসহ দেশের একাধিক জেলে এই মুহূর্তে প্রায় ৩০০ কাশ্মীরি রাজনীতিবিদ বন্দী রয়েছেন। আটক আছেন অঞ্চলটির সাবেক তিন মুখ্যমন্ত্রী ড. ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতিও।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.