স্পোর্টস ডেস্ক : তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে ক্রিকেটপ্রেমীদের অনেক কৌতূহল থাকে। বিশেষ করে প্রিয় ক্রিকেটারদের প্রেম ও বিবাহিত জীবনের প্রতি যেন একটু বেশিই আগ্রহ থাকে ভক্তদের। এই প্রতিবেদনে এমন একজন তারকা ক্রিকেটারের কথা তুলে ধরা হয়েছে যিনি কারাগারে থাকতে আইনজীবীর সঙ্গে প্রেম করেন এবং পরবর্তী বিয়ে করেন। তারকা এই ক্রিকেটার খেলেছেন বিপিএলও।
পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ আমিরের ক্রিকেটীয় জীবনটা আরও অন্যরকম হতে পারতো। স্পট ফিক্সিং ইস্যুতে না জড়ালে বিশ্বের অন্যতম সেরা বোলার হওয়ার সামর্থ্যও এই ক্রিকেটারের ছিল। কিন্তু স্পট ফিক্সিংই শেষ করে দেয় প্রতিভাবান এই পেসারের আন্তর্জাতিক ক্যারিয়ার।
স্পট ফিক্সিংয়ের শাস্তি হিসেবে তারকা এই ক্রিকেটারকে জেলেও যেতে হয়েছিল। ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগে কারাগারে যেতে হয়েছিল এই পেসারকে। মোট ৬ মাস কারাগারে ছিলেন তিনি। সে সময় আমিরের বয়স ছিল কেবল ১৮ বছর।
সাজা ভোগ করার সময় আমির তার আইনজীবীর প্রেমে পড়েন এবং পরবর্তীতে তাকেই বিয়ে করেন। সে সময় আমিরের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা নারজিস খাতুনই বর্তমানে পাক পেসারের স্ত্রী।
ম্যাচ ফিক্সিংয়ের সময় আমিরের মামলা লড়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নারজিস খাতুন। সেই সময় থেকেই একে অপরের ঘনিষ্ঠতা বাড়ে। পরে ধীরে ধীরে তাদের সম্পর্ক ভালবাসায় পরিণত হয়। একে অপরের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হন।
আমির ২০১৬ সালে তার প্রেমিকা আইনজীবী নারজিসকে বিয়ে করেন। বর্তমানে তাদের ৩টি কন্যা সন্তান রয়েছে। ২০১৭ সালে তাদের প্রথম কন্যা মিনসা এবং ২০২০ সালে দ্বিতীয় কন্যা জোয়ার এবং সর্বশেষ ২০২২ সালে তাদের তৃতীয় কন্যার জন্ম হয়।
উল্লেখ্য, আমির বিপিএলে চট্টগ্রাম ভাইকিংস, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।