Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতসহ আট আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকালে, ঢাকা মহানগর হাকিম সাদবির ইয়াসিন আহসান চৌধুরী এ আদেশ দেন। এর আগে, সোমবার রাতে রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে, মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।
পুলিশের বিশেষ শাখা-এসবির এক পরিদর্শককে মারধরের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই পুলিশ পরিদর্শক বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, কাউন্সিলর শওকতকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে, তাকে আদালতে পাঠানো হয়।
শওকত ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও বহার আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।