জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় গোল চত্বর এলাকায় বাসচাপায় দুই মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৫টায় দিকে সেতুর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থানার এসআই জায়েদ আবদুল্লাহ বিন সরোয়ার নিশ্চিত করে জানান, মৃতরা হলেন নোয়াখালীর লক্ষ্মীপুর মনোহরপুর গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে মাইন উদ্দিন হামীম (২২) ও গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের সাইদুরের কন্যা সাহিদা রহমান নদী (২৬)। দুজনেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ম্যাটসের শিক্ষার্থী ছিলেন।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার এসআই জায়েদ আবদুল্লাহ বিন সরোয়ার আরও জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোবিন্দগঞ্জ ট্রাভেলসের গাড়িটি বঙ্গবন্ধু সেতুর পূর্ব গোলচত্ত্বর অতিক্রম করার সময় ওই শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।
এ ঘটনায় ঘাতক বাসটিকে ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকা থেকে আটক করা হয়েছে। তবে গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।