নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্টুরেন্ট পরিচালনা ও মূল্য তালিকা না থাকায় ও রেস্টুরেন্টকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (১৯ জুলাই) দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিন আক্তার এ অর্থদন্ড করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।
জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কাপাসিয়া মোড় এলাকারা একটি রেস্টুরেন্ট
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিন আক্তারের নেতৃত্বে একটি অভিযানে পরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে রেস্টুরেন্ট পরিচালনা ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী মামলা পরিচালনা করা হয়। এ সময় ওই রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।