
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারী ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে ও রাতে তাদের মৃত্যু হয়।
জানা গেছে, উপজলার আজমতপুর গ্রামের বিউটি আক্তার (৩০) কয়েকদিন যাবৎ ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার বিকেলে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে। তিনি আজমতপুর গ্রামের ফরহাদ মোল্লার স্ত্রী।
অপরদিকে উপজেলার পানজোড়া গ্রামের সেরাজুল রাজ (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ব্লাড ক্যানসার ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি বিউটি বেগমের নমুন সংগ্রহ করেছেন বলেও জানান ওই কর্মকর্তা।
এদিকে করোনাভাইরাস প্রতিরোধে কালীগঞ্জ পৌরসভায় সংক্রমণের হার বিবেচনায় এনে ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার রাত ১২টার পর থেকে ওই এলাকাগুলো পুরোপুরি লকডাউন করা হয়েছে। লকডাউন এলাকার মধ্যে কালীগঞ্জ পৌরসভা, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।