নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে গাজীপুর-আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় ও পিকআপ ভ্যানের চাপায় চাঁন মিয়া (৬০) নামের এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছে।
রোববার (০৭ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হোসেন। এর আগে একই দিন বিকেলে উপজেলার গাজীপুর-আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের মৈশাইর এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত কৃষক চাঁন মিয়া গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা গ্রামের মৃত আয়েছ আলীর ছেলে।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মারুফ হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান ও পিকআপ ভ্যানটি আটক করেছে। এ ব্যাপারে আইনগত পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে ধনিয়া পাতা বিক্রির জন্য কৃষক চাঁন মিয়া সাইকেলে করে পার্শ্ববর্তী জাঙ্গালীয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে যাচ্ছিল। এ সময় গাজীপুর-আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের মৈশাইর এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা সোনার বাংলা ট্রান্সপোর্টের দ্রুত গতির একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো: ট ২৪-৭৯২৩) তাকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে আসা অপর একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্টো: ন ১৩-৯৪৮৩) তাকে চাপা দেয়। এতে তিনি পায়ে ও মাথায় মারাত্মকভাবে জখম হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।