নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত সোমবার (৩ মার্চ) সকাল থেকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে৷ দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুল হাসান, ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ মামুন।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন প্রশিক্ষণার্থী, পৌরসভা এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কালীগঞ্জে সুলভ মূল্যে বিক্রির ব্যানারে আছে মাংস, বাস্তবে নেই!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।