নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক অভিযানে এবার গরু চুরির সঙ্গে জড়িত একজন চোরকে আটক করতে সক্ষম হয়েছেন তারা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের সালদিয়া গ্রামের জনসাধারণের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম অভিযান চালিয়ে অভিযুক্ত ইব্রাহিম খলিলুল্লাহ ওরফে আবু তোরাব শেখকে (২৮) গ্রেপ্তার করেন।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে একই সকালে অভিযুক্ত আবু তোরাব গাজীপুরে প্রেরণ করা হয়েছে।
আটককৃত আবু তোরাব উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের সালদিয়া পশ্চিমপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ওসি বলেন, “স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতায় আমাদের পুলিশ সদস্যরা সফলভাবে অভিযুক্ত গরু চোর আবু তোরাবকে আটক করতে পেরেছে। এ ধরণের উদ্যোগে পুলিশ-জনগণের যৌথ অংশগ্রহণ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
কালীগঞ্জ থানার ওসি আরও জানান, আটক চোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করার জন্য অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বাড়তে থাকে। এই প্রেক্ষিতে থানার পক্ষ থেকে অতিরিক্ত নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় চুরি হওয়া গরুর সন্ধানে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে এবং চোর শনাক্ত করে।
এ সময় স্থানীয় বাসিন্দারা চোর শনাক্ত করে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত আবু তোরাবকে আটক করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, এর আগে গত (২২ এপ্রিল) দিবাগত রাতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা গ্রাম থেকে চুরি যাওয়া তিনটি গরু উদ্ধার করে। এছাড়াও চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করতে সক্ষম হন তারা। ধারাবাহিক সফলতায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের প্রতি আস্থা বেড়েছে।
গাজীপুরে নামাজ চলাকালীন মসজিদে ঢুকে ফায়ার এক্সটিংগুইশার চুরি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।