নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে নানা আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপন করা হয়েছে।
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শুভ সূচনা হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশারফ হোসেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আরআরএন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়ানো, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ, সালাম গ্রহণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
কালীগঞ্জবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।