নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় সরব হয়ে উঠেছেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ৯টি ওয়ার্ড জুড়ে চলছে গণসংযোগ, লিফলেট বিতরণ আর উঠান বৈঠক।
পৌর এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে নেতাকর্মীরা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছেন বিএনপির বার্তা। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির ঢাকা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের পক্ষে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
গণসংযোগকালে তারা ভোটারদের আহ্বান জানাচ্ছেন—আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা”র ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন মাঠের নেতারা।
ইতিমধ্যে নারী ও পুরুষ নেতাকর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন। নারী সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি জনমত যাচাই করছেন, পুরুষ সদস্যরা যুক্ত হচ্ছেন স্থানীয় সেবামূলক কাজে।
এতে স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে বলে মনে করছেন তৃণমূল নেতারা। তাদের মতে, এই কার্যক্রমের ফলে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের একক প্রচারণাও কিছুটা হলেও ঠেকানো সম্ভব হচ্ছে।
কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান বলেন, “আমরা এখনই ভোটারদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে মাঠে নেমেছি। ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দিন দিন বাড়ছে। এই গতি আরও তীব্র হবে।”
এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান বলেন, “আমরা শুধু রাজনৈতিক প্রচারণায় সীমাবদ্ধ থাকছি না, মানবিক ও সেবামূলক কাজেও যুক্ত রয়েছি। মানুষের পাশে দাঁড়ানোই এখন আমাদের মূল লক্ষ্য।”
ছাত্রদলও পিছিয়ে নেই। তাদের সদস্যরা পৌরসভার দেওপাড়া এলাকায় খাল ও সড়কপথের দুই ধারের ঝোপঝাড় পরিষ্কার কার্যক্রমে অংশ নিচ্ছেন। পাশাপাশি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে প্রাণবন্ত করতে স্থানীয় স্কুলে শিক্ষার্থীদের মাঝে জুস ও চকলেট বিতরণ করছেন তারা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক ভাবমূর্তি তৈরি করছে। বিএনপির পক্ষ থেকে সেবামূলক কাজের এই ধারা অব্যাহত থাকলে ভোটারদের সমর্থন আরও বাড়বে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।
দলীয় সূত্র জানায়, তফসিল ঘোষণার আগেই ধাপে ধাপে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই প্রচারণা জোরদার করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। নির্বাচনী আমেজে এখন পুরো কালীগঞ্জ পৌর এলাকা সরগরম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।