নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে গরু চোর চক্রের তৎপরতা। সম্প্রতি কৃষকের খামার থেকে একের পর এক গরু চুরির অভিযোগ উঠে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ এপ্রিল) ভোররাতে কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা দক্ষিণপাড়া গ্রামে কৃষক মো. জামাল উদ্দিন শেখের খামার থেকে চুরি হয় দুটি গরু ও একটি বাছুর।
চুরির বিষয়টি পরদিন সকালে খামারে গিয়ে আবিষ্কার করেন কৃষক জামাল উদ্দিন। দ্রুত আশেপাশে খোঁজাখুঁজি করে কোনো সাড়া না পেয়ে থানায় ছুটে যান তিনি। তবে সেখানে গিয়ে দেখেন, একটি পিকআপ গাড়ির পাশে দুটি গরু ও একটি বাছুর বাঁধা রয়েছে। তিনি সেগুলো শনাক্ত করেন নিজের গরু হিসেবে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, পুলিশ রাতে টহলের সময় সন্দেহভাজন একটি পিকআপ গাড়িকে থামানোর চেষ্টা করে। পুলিশি উপস্থিতি টের পেয়ে পিকআপ চালক দ্রুত পালানোর চেষ্টা করে। পরে থানা থেকে আরো একটি টিম টহলরত পুলিশের সাথে যুক্ত হয়ে সামনে থেকে ধাওয়া করে। এক পর্যায়ে চোরেরা একটি বাচুর পিকআপ থেকে ফেলে দেয় পুলিশের গাড়ির গতিরোধের জন্য। এক পর্যায়ে তাদের ১০ কিলোমিটার ধাওয়া করা হলেও শেষ পর্যন্ত পিকআপ ফেলে চোর চক্র পালিয়ে যায়। পরে তিনটি ভিন্ন স্থান থেকে একটি পিকআপ, দুটি গরু ও একটি বাছুর উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “আমরা উদ্ধার হওয়া গরুগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে এবং চোর চক্রকে চিহ্নিত করে খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।