নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে যিশু খ্রিস্টের জন্মদিন তথা শুভ বড়দিন (ক্রিসমাস ডে) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রসাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।
এ সময় উপজেলায় বিভিন্ন দফতর প্রধান, উপজেলার বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লীর নেতৃত্ব, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।