নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজে শাখা ছাত্রদলের কর্মী সমাবেশ চলাকালে ওই কলেজের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হোসেন প্রিন্সের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে।
বুধবার (৩০ মে) দুপুরে কলেজ প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে এই বিক্ষোভে অংশ নেন। এ সময় সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হোসেন প্রিন্সের বিরুদ্ধে নেওয়া বহিষ্কারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে কলেজ শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশ চলাকালে সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে নানা ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল— “বহিষ্কার নয়, মূল্যায়ন চাই’’, “প্রিন্স ভাই নির্দোষ’’, “প্রিন্স ভাইয়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই’’, “রাজনীতির নামে প্রতিহিংসা বন্ধ করো’’, “Miss You Prince’’ প্রভৃতি স্লোগান।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহিষ্কারাদেশের পেছনে সুনির্দিষ্ট কোনো তদন্ত বা অভিযোগ নেই। তাদের দাবি, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ, যার মাধ্যমে নির্দিষ্ট একটি ছাত্রসংগঠনের নিবেদিত প্রাণ একজন ছাত্রদল কর্মীর কণ্ঠরোধ করা হয়েছে।
এ ব্যাপারে কথা গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনির সাথে। তিনি জানান, প্রিন্সের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। কলেজে কর্মী সমাবেশ চলাকালে কলেজের কিছু সাধারণ শিক্ষার্থী প্ল্যাকার্ড প্রদর্শন করে বিক্ষোভ করেছে প্রিন্সের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য।
তিনি আরো বলেন, যেহেতু কেন্দ্রীয় ছাত্রদল তাকে বহিষ্কার করেছে। তাই এ ব্যাপারে জেলা ছাত্রদলের কিছু করণীয় নেই। শুনেছি সে কেন্দ্রে আবেদন করেছে বিষয়টি তারা বিবেচনা করবেন। তবে হ্যা প্রিন্স রাজনৈতিক ও সাংগঠনিক ছেলে। রাজপথে এক সাথে আমরা বিভিন্ন অনুষ্ঠানে ভূমিকা রেখেছি।
এ ব্যাপারে আবুল হোসেন প্রিন্স জানান, তিনি কোনো অপরাধে জড়িত নন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তিনি তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য সেন্ট্রাল ছাত্রদল সহ সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা শাখার অধীনস্থ সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হোসেন প্রিন্সকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।