Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: পবিত্র রমজান মাস উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজার মনিটরিং সংক্রান্ত এবং ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরী তাসনিম ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়িবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.