নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বার্ষিক ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া।
উপজেলা প্রশাসনে আয়োজনে পরিষদ চত্ত্বরে প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বার্ষিক ব্যাডমিন্টন খেলা পরিচালনা করেন বিআরডিভি হিসাব রক্ষক লিটন আহমেদ। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. ইউসুফ হাবীব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারাজানা তাসলিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, বিআরডিবি কর্মকর্তা ইসরাত জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার উজ্জল জন্দ্র শীল, সাংবাদিক আব্দুর রহমান আরমান, বিল্লাল হোসেনসহ উপজেলার বিভিন্ন দফতর প্রধানসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে শীতের পীঠা-পুলি, নানা রকম ভর্তা এবং হাঁসের ডিমে অতিথিদের আপ্যায়ন করা হয়।
কালীগঞ্জে বিনামূল্যে দুই সহস্রাধীক প্রান্তিক কৃষক পেলো প্রণোদনা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।