নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ সোলায়মান আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাষ্টার।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিভাষ কুমার সাহার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা এসএম জয়নাল আবেদীন, জাহাঙ্গীর কবির, হারুন অর রশিদ দেওয়ান, শওকত আলী, হাসানুর রহমান জুয়েল, ইকবাল সরকার, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেন মাসুম, আবদুর রহমান বাবু, শিক্ষক তাপস কুমার দাস ও রুহুল আমিন, অভিভাবক ইকবাল হোসেন নিলু প্রমুখ।
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের বর্তমান-সাবেক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
কালীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি: স্বর্ণালংকারসহ মালামাল লুট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।