নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগেঞ্জ মাস্ক না পড়ায় ৩ পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৬ জুলাই) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন। এ সময় তিনি বিনামূল্যেও মাস্কও বিতরণ করেন।
জানা গেছে, প্রাণঘাতী করোনাভাইরাসের হটস্পট হিসেবে পরিচিত কালীগঞ্জে প্রতিনিয়ত কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়েই চলছে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। আর এসব নির্দেশনা পালনে প্রথম থেকেই জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করে চলেছেন ইউএনও মো. শিবলী সাদিক। এছাড়াও তিনি স্থানীয় জনগণকে সচেতন করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের খোঁজ-খবর নিচ্ছেন। সরকারী খাদ্য সহায়তা হিসেবে ত্রান ও স্বাস্থ্য সুরক্ষা হিসেবে বিরণ করছে চলেছেন।
এর অংশ হিসেবে করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে উপজেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয় কয়েকজন পথচারী মাস্ক থাকা সত্ত্বেও তা না পড়ার অপরাধে ৩ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন। দুইজনকে ১শ টাকা করে ও একজনকে ৫০ টাকা করে মোট ২শ ৫০ টাকা জরিমান করেন।
ইউএনও বলেন, স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে করোনাকে জয় করতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধও করে তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।