নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নে বিএনপি নেতাদের বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) বিকেলে জামালপুর বাজারের প্রধান সড়কে মানববন্ধন শেষে সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন স্থানীয় নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় এক দুবাই প্রবাসী নতুন বাড়ি নির্মাণ করছিলেন। এ সময় মোহাম্মদ আল আমিন নামে এক ব্যক্তি বাড়িতে গিয়ে প্রবাসী রাস্তার জায়গায় নির্মাণ করছেন এমন অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং নিজেকে সাংবাদিক পরিচয় দেন। টাকা দিতে রাজি না হলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান এবং ছাড়া পান।
কিন্তু এর পরপরই ওই ব্যক্তি কিছু আন্ডারগ্রাউন্ড পত্রিকায় গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, জামালপুর ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নামে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেন বলে অভিযোগ করেন নেতারা।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম মোড়ল, প্রচার সম্পাদক নাসির মোড়ল, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, কালীগঞ্জ উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আলী হোসেনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।