নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপেুরের কালীগঞ্জে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল আগামীকাল (২৬ ডিসেম্বর) বিকেল ৩ ঘটিকায়।ফাইনাল ম্যাচটি উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তুমলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুটবল টুর্ণামেন্ট আয়োজক ক্রীড়া সংগঠন বোয়ালী সমাজ কল্যাণ সংঘের সভাপতি আশিকুর রহমান চৌধূরী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
তারা আরো জানান, মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে বিন্দান একাদশ ও ফটবল ক্লাব বর্তুলের মধ্যে লড়াই হবে। এছাড়াও খেলার উদ্বোধন করবেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল গনি ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বদরুজ্জামান সরকার মোমেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য তাসলিমা রহমান লাভলী, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিয়া বাক্কু, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক বজলুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু, ইউপি সদস্য মাহফুজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।